আর মাত্র ১০ মাস পরেই ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মোট ১০টি শহর মিলিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। এদিকে এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মূলত চার শ্রেণীর টিকিট থাকছে এবারের গ্রুপ পর্বে। আর গ্রুপ পর্বের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩৫ পাউন্ড এবং সর্বনিম্ন ১৮ পাউন্ড। এছাড়াও সেমিফাইনালের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২৪০ পাউন্ড এবং সর্বনিম্ন ৭৫ পাউন্ড।

অপরদিকে ফাইনালের টিকিটের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ থেকে ৩৯৫ পাউন্ড পর্যন্ত। বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই টিকিট কিনতে পারবেন ক্রিকেট প্রেমীরা। এর জন্য তাদের আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিটের আবেদন করতে হবে। এই আবেদনের বিস্তারিত বিবরণও দেয়া আছে ওয়েবসাইটটিতে। উল্লেখ্য আগামী বছরের ৩০ মে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের। এই টুর্নামেন্টে অংশ নিবে মোট ১০টি দেশ।