পটুয়াখালীতে একটি ইলিশের দাম হাঁকানো হয়েছে ১০ হাজার টাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার মাছ বাজারে এ ইলিশটি ওঠে। আড়াই কেজি ওজনের এ ইলিশটির কেজি প্রতি দাম হাঁকানো হয় চার হাজার টাকা। এতে এ ইলিশটির দাম দাঁড়িয়েছে ১০ হাজার টাকা। তবে আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত এ ইলিশটি বিক্রি হয়নি বলে বিক্রেতা মো. বশির আহমেদ জানিয়েছেন। পটুয়াখালীর মাছের বাজারে এর চেয়ে বড় ইলিশ আর কখনও ওঠেনি বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

এদিকে বিশাল আকৃতির এ ইলিশ মাছটি দেখার জন্য উৎসুক ক্রেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন বাজার এলাকার মাছের বাজারে ভিড় জমান। কিন্তু মাছটির দাম কেজি প্রতি চার হাজার টাকা শুনে ক্রেতারা অল্পেতেই কেটে পড়েন। এর ফলে এ ইলিশটি এখনও অবিক্রিতই রয়ে গেছে। মাছ বিক্রেতারা জানায়, ভরা মৌসুমেও পটুয়াখালীতে ইলিশের আকাল চলছে। নদী কিংবা সাগরে কোথাও তেমন ইলিশ নেই। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পটুয়াখালীর শহরের নতুন বাজার এলাকায় মাছের বাজারে আড়াই কেজি ওজনের এ ইলিশটি ওঠে।  মাছ বিক্রেতা মো. বশির আহমেদ জানান, এ ইলিশটি বৃহস্পতিবার বিকেলে পায়রা নদীতে ধরা পড়ে। সেখান থেকে অনেক চড়া দামে মাছটি কিনে এনেছেন। পায়রা নদীর ইলিশ সুস্বাদু হওয়ার কারণে অন্যান্য নদী বা সাগরের ইলিশের চেয়ে দাম একটু বেশি।