রুট পারমিট বাতিলের পরও যাত্রী পরিবহনের অভিযোগে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস জব্দ করেছে র‌্যাব।র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শনিবার মিরপুর ও ক্যান্টনমেন্ট এলাকা থেকে বাসগুলো তারা আটক করেন।তিনি বলেন, বিআরটিএ রুট পারমিট বাতিল করার পরও তারা বাস চালাচ্ছিল। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে জিল্লুর রহমান ফ্লাইওভারের পাশে বাসে ওঠার অপেক্ষায় থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীদের উপর জাবালে নূরের একটি বাস উঠে গেলে দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।দিয়ার বাবা জাহাঙ্গীর আলম ফকিরের মামলায় র‌্যাব পরে জাবালে নূর পরিবহনের অন্যতম মালিক মো. শাহাদাত হোসেন এবং দুই বাসের তিন চালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করে।এছাড়া বেপরোয়া চালনা ও অনিয়মের কারণে জাবালে নূরের দুটি বাসের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।