ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বৃহস্পতিবার মারা গেছেন। সকালে তার অবস্থার খারাপ হলে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৯ সপ্তাহ ধরে দিল্লির এইএমএস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। খবর এনডিটিভির। বুধবার রাতে হাসপাতালটির চিকিত্সক আরতি ভিজ গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সঙ্কটাপন্ন এজন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গত ১১ জুন কিডনি ও মূত্রনালীর সমস্যা নিয়ে এ হাসপাতালে ভর্তি হন বাজপেয়ী। হাসপাতাল সূত্রে সে দিন জানানো হয়েছিল, রুটিন চেক আপের জন্যই তাকে ভর্তি করানো হয়েছে। বাজপেয়ীর ভর্তি হওয়ার খবর পেয়েই সে দিন সন্ধ্যায় এইমস-এ দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ। দীর্ঘ দিন ধরেই বাজপেয়ীর একটি কিডনি অচল। ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তার স্মৃতিশক্তিও অনেকটাই লোপ পায়।

১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে তিন বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অটল বিহারী বাজপেয়ী। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব পালন করেন তিনি।