যুক্তরাষ্ট্রে অবস্থান করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।’ ট্রাম্প প্রশাসনের মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি কালার’ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে।

আজ বৃহস্পতিবার ইডেন কলেজে শোক দিবসের আলোচনায় যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যেসব খুনিরা পালিয়ে আছেন তাদেরও দ্রুত ফিরিয়ে এনে বিচার করার প্রক্রিয়া চলমান রয়েছে।’ এ সময় আইনগত জটিলতার কারণে দুই খুনিকে ফিরিয়ে আনা যাচ্ছিল না বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর তার খুনিকে যারা মদদ দিয়েছিলেন তারাও হত্যাকারী।’ আবারও ১/১১ এর মতো ষড়যন্ত্রের মতো গন্ধ পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।