ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের চট্টগ্রামের বারইয়ারহাট থেকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আবুল বাশার নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে ফেনীস্থ র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। বাশার ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ থেকে ক্লোজ হয়ে পুলিশ লাইনে আছেন বলে জানিয়েছেন। তিনি কুমিল্লা দেবিদ্দার উপজেলার বৈশেরকোট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে।
র‌্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান, বাশার মোটর সাইকেলে বাধাঁ অবস্থায় একটি ব্যাগে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় বাশারের সাথে থাকা ব্যাগ থেকে সিলেট রেঞ্জের পুলিশের পোষাক ও পুলিশের স্টিকার যুক্ত মোটর সাইকেল জব্দ করেন। আটককৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় দেড় কোটি টাকা। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে সে এর আগেও কয়েকবার ইয়াবা চালান করেছিলো বলে স্বীকার করেন।