নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকাসহ জেলা গোয়েন্দা পুলিশের বরখাস্তকৃত এএসআই সালাউদ্দিনকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় প্রাইভেটকার চালক মোহাম্মদ রনিকেও আটক করা হয়েছে। আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার কোরবানির হাট থেকে র‌্যাব-১১ এর এএসপি নাজমুল হাসান তাকে আটক করেন। পরে ওই প্রাইভেটকার তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা এবং গাড়িতে থাকা ডিবি পুলিশের একটি জ্যাকেটও উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজমুল হাসান জানান, সালাউদ্দিনকে গ্রেপ্তারের জন্য র‌্যাব বেশ কিছু দিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর আগে গত ২৩ জুলাই (সোমবার) র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এই বরখাস্তকৃত এএসআই-এর সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের বাসায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ লাখ ৪০০ টাকা উদ্ধার করে। ওই সময় সালাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী সুমনকে (২৫) গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব চাঞ্চল্যকর তথ্য পেয়ে সালাউদ্দিনের উপর নজরদারীসহ তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখে। মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে প্রায় ৮ মাস আগে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে বরখাস্ত হন এএসআই সালাউদ্দিন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।