পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবিতে নিখোঁজ থাকা আরো ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় চালানো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার সকালে উদ্ধারের পর অভিযান শেষ করা হয়। রোববার সকাল সাড়ে ৯টায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন পাবনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক কে এম সাইফুল ইসলাম।
তিনি জানান, নৌকাডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবিতে ৫ জন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস এবং রাজশাহী থেকে আসা ডুবুরী দল শুক্রবার (৩১ আগস্ট) রাত একটা থেকে রোববার (০২ সেপ্টেম্বর) সকাল আটটা পর্যন্ত তল্লাসী চালিয়ে ৫ জনেরই লাশ উদ্ধার করেন। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাইফুল ইসলাম জানান, উদ্ধার অভিযানে পাবনা ও চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী, রাজশাহী থেকে আসা ডুবুরী দলি এবং স্থানীয় এলাকাবাসী যে নিরলস পরিশ্রম করে উদ্ধারকাজ চালিয়েছেন, আমরা সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৩০ ঘন্টার মধ্যে নিখোঁজদের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।