ভোলার চরফ্যাসনের স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে সামুদ্রিক সোর্ড ফিস আঞ্চলিকভাবে এ মাছটিকে পাইক মাছ বা কাইক্কা মাছ বলে। সামুদ্রিক মাছের মধ্যে এই প্রজাতির মাছটি গভীর সমুদ্রে বসবাস করে। এ মাছ খেতে খুবই সুস্বাদু এবং এ মাছের শুঁটকির বিদেশেও বেশ চাহিদা রয়েছে। আজ বৃহঃবার (৬ সেপ্টেম্বর) বিকালে মাছটি চরফ্যাসন পৌর শহরের মাছবাজারে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। ধারণা করা হচ্ছে, সমুদ্রের গতিপথ ভুলে যাবার কারণে মাছটি মিষ্টি পানিতে প্রবেশ করেছে।

স্থানীয়রা জানান, সামরাজ কামাল ফরাজীর মাছের আড়তে দশ হাজার টাকা দামে এ মাছটিকে কিনে আনেন বেতুয়া স্লুইসগেট বাজারের দুলাল মাঝি। তিনি বলেন, মাছটি দশ টাকায় কিনেছি আশাকরি চরফ্যাসন মাছবাজারে এ মাছটি প্রায় ত্রিশ হাজার টাকায় বিক্রি করতে পাড়ব। মাছটি লম্বায় ৮ ফিট। যার ওজন প্রায় ১০৬০ কেজি। প্রসঙ্গত, সামুদ্রিক এ মাছটি (সোর্ড ফিস (Swordfish) পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন মাছ। এই মাছের সর্বোচ্চ গতি ঘন্টায় ১১০ কিলোমিটার।