এ চিত্র রাজধানী মিরপুর ১ এর রাইনখোলা মোড় এর। মানুষের চলাচলের রাস্তা যখন ময়লা ফেলার ভাগাড়ে পরিনত হয় তখন মানুষের চলাচল অনেক কস্ট সাধ্য হয়ে যায়। ৫০ ফিট রাস্তার ৩৫ ফিট ময়লার দখলে। বাকি ১৫ ফিট এর মধ্যে চলছে রিকশা, গাড়ি এবং মানুষ। আসেপাশের এলাকার বাসা বাড়ির প্রতিদিনের ময়লা আবর্জনা নিয়ে ময়লার ভ্যান গুলো এসে ময়লা ফেলছে রাইনখোলা বাজার রাস্তার মোড়ে। আবার পাশেই চলছে রাস্তা উন্নয়ন কাজ। প্রতিদিন প্রচুর মানুষ এবং গাড়ি এ রাস্তায় চলাচল করে। ময়লা আবর্জনা ফেলার কারনে যেমন পরিবেশ দূষণ হচ্ছে আবার যে কোনো সময় ঘটতে পারে সড়ক দূঘটনা। এ জন্য দ্রূত পদক্ষেপ গ্রহণ করতে বলেন এলাকার বাসিন্দারা।

মোঃ সাইদুর রহমান, মিরপুর প্রতিনিধি