“মঞ্চ হোক মুক্তির পথ” এ স্লোগানের ধারক এবং বাহক ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ(DUDT) তৃতীয়বারের মত আয়োজন করেছে তিন দিন(৯-১১ সেপ্টেম্বর) ব্যাপী “ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব |” আজ তার তৃতীয় দিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঢাকা বিশ্বদ্যিালয়ের টিএস.সি অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে ভারতের “আনন্দন ” থিয়েটরের প্রযোজনা ,মধুসুধন মুখপাধ্যায়ের রচনা এবং সঞ্জীব সরকারের নির্দেশনায় ওপার বাংলা থেকে আগত আনন্দন থিয়েটরের নাটক “ টেলিস্কোপ |”

নাট্য প্রদর্শনীর পাশাপশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মোঃ শামীম হাসানের তত্ত্বাবধানে ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন নাট্য কর্মশালা পরিচালিত হবে|

এ বিষয়ে কথা বললে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি মোঃ সনোয়ারুল হক সনি বলেন,“আমরা এ ধরণের একটি নাট্য উৎসবের আয়োজন করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত,আমরা এ ধারাকে অব্যাহত রাখতে চাই |পৃষ্ঠোপোষকতার অভাব আমাদের এ অগ্রযাত্রার পথে অন্যতম একটি বাধা | DUDt অদূর ভবিষ্যতে “থিয়েটর ফর ডেভেলপমেন্ট এবং থিয়েটর ইন এডুকেশন” নিয়ে কাজ করতে চায় এবং এই কাজের মাধ্যমে আমরা ব্যাপক পরিবর্তন আশা করছি | তিনি আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের আগামী প্রযোজনা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক ‘ শেষ রক্ষা |’ যার রিহারর্সেল ইতোমধ্যে শুরু হয়েছে |” উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদে শুধুমাত্র “থিয়েটর এ্যান্ড পারফর্মেন্স” ডিপার্টমেন্ট নয়,ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এর সদস্য হতে পারে এবং রিহার্সেলের মাধ্যমে নাটকে অংশ গ্রহন করতে পারে |

এ বিষয়ে আরো কথা বললে নাট্য সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ বলেন,“ ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তির নব পথ হিসেবে নাটককে বিস্তৃত করতে নিয়মিত নাট্য প্রযোজনা ,নির্মান এবং নাট্যোৎসব এর আয়োজন করছে |এই উৎসব বিশ্ববিদ্যালয়ে একটি নতুন প্রাণের সঞ্চার ঘটাবে বলে আমরা বিশ্বাস করি |”

প্রতিনিধি ঃমুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস(ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে)
শিক্ষার্থী, দর্শন বিভাগ ,ঢাকা বিশ্ববিদ্যালয়