ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক বাস দুর্ঘটনায় ছয় শিশু ও ২০ জন নারীসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেলেঙ্গানার জাগতিয়াল জেলার একটি সড়ক থেকে বাসটি ছিটকে উপত্যকায় পড়ে যায়। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এ বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন। আহতদেরকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন গুরুতর আহতকে করিমনগর ও হায়দরাবাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মন্দির দর্শনের পর তীর্থযাত্রীরা বাসটিতে করে ফিরছিলেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।