ময়মনসিংহেরগৌরীপুরের চ্যানেল আই ও ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড বিজয়ী তরুণ গীতিকার জীবন মাহমুদকে(৩৫) অপহরণ হওয়ার ২৪ঘন্টা পর নেত্রকোনার মোহনগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা তাকে শনিবার রাত ১০টার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের আদর্শনগর বাজারের কাছে নলজুরী নামক স্থানে সিএনজি থেকে রাস্তার পাশে ফেলে দেয়। পরে অটো চালক শরিফ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোহনগঞ্জ থানার ওসি জানান, শুক্রবার রাতে ট্রেনের টিকিট সংগ্রহের জন্য গৌরীপুর রেল স্টেশনে যাওয়ার পথে ৪জন যুবক তাকে ঘিরে ধরে রুমাল দিয়ে নাকে বাতাস করে। এর পর তিনি আর কিছু বলতে পারেননি। অপহরণকারীরা তার পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন নেয়নি, এমনকি তাকে কোন গালমন্দ, মারধর কিম্বা কোন খারাপ আচরণ করেনি।পুলিশ সূত্রে আরো জানা গেছে, অপহরণকারীরা জীবন মাহমুদকে বিভিন্নস্থানে নিয়ে যায়। পুলিশ তৎপর থাকায় তারা সফল হতে পারেনি। পরে পুলিশ জীবন মাহমুদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তার স্বজনদের জিম্মায় বুঝিয়ে দেন। উল্লেখ্য, চ্যানেল আই ও ‘ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত তরুণ গীতিকার জীবন মাহমুদ (তোফায়েল আলম) শুক্রবার (১৪ সেপ্টেম্বর/১৮) রাত সাড়ে ১০টা থেকে নিখোঁজ। রাত ৩টার পর থেকে মুঠোফোন বন্ধ যায়। এ ঘটনায় গৌরীপুর থানায় শনিবার (১৫ সেপ্টেম্বর/১৮) তার ছোট ভাই আবু রায়হান একটি সাধারণ ডায়রী করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গীতিকার জীবন মাহমুদের ঘটনায় গৌরীপুর থানার সাধারণ ডায়রী হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার সর্বশেষ অবস্থান সনাক্তকরণের চলে।তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর গ্রামে। তিনি মরহুম হাজী মহব্বত আলী ও রাবেয়া খাতুন দম্পতির ৪র্থপুত্র।