পবিত্র আশুরার তাজিয়া মিছিলে প্রবেশের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, টিফিন ক্যারিয়ার বহন এবং আতশবাজি ও পট্কা ফাটানো নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পুরান ঢাকা হোসাইনী দালান ইমাম বাড়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘কয়েক স্তরের সুদৃঢ় নিরাপত্তা ও প্রবেশের চার মুখে চেকপোস্টে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী থাকবে।’
তিনি আরও বলেন, ‘যে রুটে শোক মিছিল যাবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। রাতে যে মিছিলগুলো হয় সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। এই শোক মিছিলে যাতে যান চলাচলে সমস্যা না হয়, সেজন্য ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হবে।’
আশুরা উপলক্ষে এখনও কোনও জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার জানান, জরুরি পরিস্থিতির জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ওয়ান থাকবে। এছাড়া রাতে তাজিয়া মিছিলে কোনও ধরনের ধাতব এবং দাহ্য পদার্থ নিয়ে অংশগ্রহণ করা যাবে না।