” গাত্র “

বিপদ আসলে কাঁদ কেন?
হাস কেন সুখে?
জীবন সংগ্রামে একসাথে লড় কেন?
ভাস কেন একই পাথারের বুকে?

নিদ থাকেনা অাঁখিতে কেন?
পড়লে বিপদে?
বায়ুমন্ডলের গ্যাসের মত মিশে থাক কেন?
এমন অবস্থাতে?

সদা কল্যাণের প্রার্থনা কেন
থাকতে ভালো?
ভিন্ন দেহে ভিন্ন মনে
কেন একই কথা?কেমনে বল?

তবে তোমরা কারা?
কি তোমাদের পরিচয়?
একই সাথে বাঁচামরা,
তবে বল,একটি পরিবার হলে
দোষ কি তাতে হয় ?

লেখকঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী, দর্শন বিভাগ ,ঢাকা বিশ্ববিদ্যালয় |
আবাসিক শিক্ষার্থী,স্যার এ.এফ.রহমান হল,ঢাকা বিশ্ববিদ্যালয় |