আহত জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য অবুধবার দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রী তাকে বলেছেন, তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যতœ নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই’।

গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে চোটের কারণে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের ওপেনার তামিমকে। হাসপাতালে নেওয়া হলে তার কব্জিতে চিড় ধরা পড়ে।কিন্তু ৪৭তম ওভারের পঞ্চম বলে নবম ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান রান আউট হয়ে গেলে চোট নিয়েই মাঠে ফেরেন তামিম। কেবল ডান হাতে ব্যাটিং করে ওই ওভারের শেষ বলটি মোকাবেলা করেন তামিম। সেদিন তিনি এক বল খেললেও মুশফিকুর রহিমের সঙ্গে তার দশম উইকেটের জুটিতে ১৬ বলে আসে মহামূল্য ৩২ রান। তামিমের বীরত্বে উজ্জীবিত মুশফিক খেলেন তার ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস।শেষ পর্যন্ত ওই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে দেশের বাইরে সবচেয়ে বড় জয় পায় মাশরাফি বিন মুর্তজার দল।কব্জির ওই চোটে এশিয়া কাপ শেষ না করেই দেশে ফিরতে হয়েছে তামিমকে। জাতীয় ক্রিকেট দলের এই ওপেনারকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।আশরাফুল আলম বলেন, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে প্রয়োজনে তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে বলেন। আর দ্বিধা না করে যে কোনো বিষয় তাকে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।