গ্যাস ছাড়া যেখানে রান্না করে খাওয়া খুবই কষ্টকর, সেখানে ভোড় ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস বিহীন দৈনন্দিন জীবন যাপন করছে মিরপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনের খাবার প্রস্তুতের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহন করে কোনরকম দৈনন্দিন খাবারের চাহিদা পূরণ করছে এলাকার বাসিন্দারা।

মিরপুর ১, ১০, ১১, ১৩,পাইকপাড়া, আমতলি, ছোট দিয়াবাড়ি এ সকল এলাকায় ভয়াবহ গ্যাসের সংকট লক্ষ্য করা যাচ্ছে। এসকল এলাকার গৃহিণীরা জানায় ভোড় ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তাদের গ্যাস একদমি থাকে না। রাত ১১টার পর সকাল ৬টা পর্যন্ত তাদের সম্পুর্ন গ্যাস থাকে। এলাকার বাসিন্দারা আরও জানায় ৬ মাস ধরে তাদের এ সমস্যা। তাদের প্রশ্ন “এতো দিনেও কেন এ গ্যাস সংকট নিরসনে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না” এলাকার বাসিন্দারা দ্রুত এ সমস্যা থেকে মুক্তি চায়।

মোঃ সাইদুর রাহমান