ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ ৬৯ টি কেন্দ্রে আজ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ সেশনে ‘খ’ ইউনিটের ভর্তিপরীক্ষা |দু হাজার তিনশত তিরাশি(২৩৮৩) টি আসনের বিপরীতে পরিক্ষার্থী সংখ্যা পয়ত্রিশ হাজার সাতশত ছাব্বিশ(৩৫৭২৬) জন| যা গত বছর ২০১৭-১৮ সেশনে ছিল ২৩৬৩ আসনের বিপরীতে ৩২৭৪৯ জন |

পরীক্ষা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রগুলোতে | আগত পরিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র এবং সিট খুঁজে পেতে সহযোগিতা সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,বিএনসিসি,রোভার স্কাউট,বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনের সদস্যরা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র গুলোর সামনে বুথ বসিয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন | এদিকে বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের উদ্যোগে বিভিন্ন হল ইউনিট আগত শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়ার জন্য ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেন এবং আগামী পরীক্ষার দিনগুলোতেও আয়োজন করবেন বলে জানান|

মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস(ক্যাম্পাস প্রতিনিধি)