ইরানের রেভলুশনারি গার্ডের কুচকাওয়াজে বন্দুক হামলায় অন্তত ২৪ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির অভিজাত এ বাহিনীর উপর এটাই সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ হামলা হয়।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইরাক যুদ্ধের (১৯৮০-৮৮) বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশটির দক্ষিণপশ্চিমের খুজেস্তান প্রদেশে আহভাজ শহরে ওই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল।

কুচকাওয়াজ পরিদর্শন করতে আসা ইরানি কর্মকর্তারা যে স্ট্যান্ডে বসেছিলেন সেখানেই হামলা করা হয়েছে। রেভলুশনারি গার্ডের পোশাক পরা হামলাকারীরা প্যারেড গ্রাউন্ডের কাছের একটি পার্ক থেকে গুলি করে।হামলায় রেভলুশনারি গার্ডের সদস্যরা ছাড়াও বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন বলে জানায় আইএসএনএ।খবরে বলা হয়, সেখানে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাদের মধ্যে কুচকাওয়াজ দেখতে আসা নারী ও শিশুরাও রয়েছে।খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি হোসেইন বলেন, নিহতদের মধ্যে একজন সাংবাদিকও আছেন। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে।এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।তবে রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী সুন্নি মুসলিমদের দল ‘তাকফিরি’ কে দায়ী করা হয়েছে।চার বন্দুকধারী এ হামলা চালিয়েছে বলে জানায় আইএসএনএ। তাদের মধ্যে দুইজনকে হত্যা করা হয়েছে। টেলিভিশনে ঘটনাস্থলে থেকে বলা হয়, কুচকাওয়াজ চলার সময় ওই স্ট্যান্ডের পেছনে বিভিন্ন দিক থেকে গুলি শুরু হয়।