রাজধানীর মিরপুরের কালশি বস্তিতে মাদকবিরোধী সাড়াশি অভিযান চলাছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) নেতৃত্বে অভিযানে অংশ নিয়েছে পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), আনসার ও এপিবিএন। রোববার বেলা সাড়ে ১১টা থেকে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসির অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার। পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২৫০ সদস্য অভিযানে অংশ নিয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, মাদক বিরোধী ক্রাস বা প্রোগ্রামের অংশ হিসেবে কালশির বিহারী বস্তিসহ বিস্তৃর্ণ এলাকায় অভিযান চালানো হচ্ছে। এখন (বেলা ১টা) পর্যন্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে মিরপুর ৬ নম্বর বস্তি এলাকায় অভিযান চলছে। তবে অভিযান শুরু করার পরপরই মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।