রাজধানীর মিরপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আসাদুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত আসাদুল মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। আসাদুলের বাড়ি আগারগাঁও এলাকায়। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১০৫২ পিস ইয়াবা, চার কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-২ এর এএসপি সাইফুল মালিক জানান, বিরুলিয়ার বেড়িবাধ এলাকায় ভোরে একটি ইয়াবার বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ ওই স্থানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে । র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুক্ষের গুলিতে আসাদুল নামের ওই মাদক ব্যবসায়ী নিহত হন। র‌্যাব ২-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুজ্জামান বলেন, রাত সাড়ে ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।