নাব্য সংকটে এখনো বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের ফেরি চলাচল। এ অবস্থায় যানবাহনের চাপ বেড়েছে এ নৌরুটে। তবে উভয় রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে তীব্র নাব্য সংকটের কারণে গতকাল বিকেলে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঘাট এলাকায় দুইপাড়ে আটকা পড়া পণ্য ও যাত্রীবাহী শত শত যান বাহন দেখাযায়। ও সময়ের সাথে পাল্টা দিয়ে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। সেই সাথে বেড়ে যায় চালক ও যাত্রীদের দুর্ভোগ। তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ঘাটের দুইপাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট এজিএম (বাণিজ্য) মো. খালিদ নেওয়াজ জানান, জানায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ছোটবড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল যোগ্য তবে। নদীতে তীব্র নাব্য সংকটের কারণে হিমশিমে পোহাতে হচ্ছে।