প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বিরোধ অবসান ও সন্ত্রাসবাদের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাতিসংঘ সদর দফতরে নেলসন ম্যান্ডেলা শান্তি সম্মেলন’-এ দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী বিপ্লবী, রাজনৈতিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জন্মশতবর্ষ উপলক্ষে এই শান্তি সম্মেলনের আয়োজন করা হয়। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন।শান্তি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতের জন্য একটি শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিত করতে বিশ্বনেতাদের শান্তিপূর্ণ উপায়ে সব আন্তর্জাতিক বিরোধ মিটিয়ে ফেলার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং যেকোনও পরিস্থিতিতে শান্তিকে বিনষ্ট করে এমন সংঘাত এড়িয়ে চলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধ, সন্ত্রাসী ও তাদের দোসরদের অস্ত্রের সরবরাহ বন্ধ করে সন্ত্রাসবাদের মতো উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে বিশ্বনেতাদের।প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে, যেকোনও পরিস্থিতিতে মানবাধিকারের প্রসার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। শান্তি ও অহিংসার সংস্কৃতিকেও লালন করতে হবে। শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সহযোগিতা শক্তিশালী করতে হবে, সহিষ্ণুতার প্রচার, বৈচিত্র্য এবং ধর্মীয় ও আদিবাসী সংখ্যালঘুদের বৈষম্য ও নিপীড়ন থেকে রক্ষা করতে হবে। শেখ হাসিনা বলেন, শান্তি আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং সংঘাতগুলো নিরসন এখনও দূরবর্তী বিষয়। ম্যান্ডেলা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার মতো যে বিষয়গুলোর জন্য লড়াই করেছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি। বিশ্বের অনেক স্থানের মানুষ এখনও ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নেলসন ম্যান্ডেলার মতোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আমাদের নিপীড়কদের কাছ থেকে মুক্ত করেছেন ও স্বাধীনতা এনে দিয়েছেন। তারা উভয়েই তাদের জনগণের জন্য কারাবরণ করেছেন। তিনি বলেন, আসুন আমরা লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ হই।