গাজীপুরে গজারী বনের ভেতর থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরপাবুর এলাকার হানিফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৫), সদর উপজেলার হালডোবা এলাকার ইয়াসিন শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩৮) এবং রুদ্রপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫)।

জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গজারী বনের ভেতরে মঙ্গলবার মধ্যরাতে অবস্থান নিয়ে ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশ পাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ ইনপেক্টর মো: মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় তিন ডাকাতকে দুইটি রাম দা, একটি বড় ছুরিসহ আটক করা হয়। ঘটনার সময় ডাকাতদলের অন্যরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের মধ্যে দেলোয়ার হোসেন পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানায়, সে ওই এলাকার মহাসড়ক ও আশপাশের ৩০টি ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।