ভাঙছে নদী ,বিলীন হচ্ছে সম্পদ-ঘরবাড়ি,সব হারিয়ে জনগনের ঝরছে অশ্রুবারি।শরীয়তপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন এবং বেসরকারী এনজিও সূত্র মতে ,শরীয়তপুর জেলায় ২০১৭ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর এর প্রথম দিক পর্যন্ত ৫ হাজার ৮১ টি পরিবার গৃহহীন হয়,২৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়,৮ হাজার একর জমি এবং ২৫০ টি প্রতিষ্ঠান ক্ষতি গ্রস্ত হয় পদ্মার ভাঙনে।বর্তমানে এ সমস্যা আরো দুর্বার গতিতে বেড়ে চলছে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারী প্রতিষ্ঠান সহ ঘরবাড়ি পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে।আর এসব নিঃস্ব ঘরবাড়িহীন পরিবারের পাশে দাঁড়াতে আজ “এসো মুখে হাসি ফুটাই” এর পক্ষ থেকে পদ্মায় বিলীন হওয়া শরীয়তপুর নড়িয়া বাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।আজ দুপুরে প্রেসক্লাবের সামনে তারা মানবন্ধন ও মানববন্ধন শেষে র‌্যালি বের করেন।র‌্যালিটি প্রেসক্লাব,পল্টন হয়ে মতিঝিল গিয়ে শেষ হয়।এসময় তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করেন যাতে লেখা ছিল, “শরীয়তপুরে আর ভাঙন দেখতে চাইনা,প্রতিকার চাই।নড়িয়বাসীর সাহায্যে এগিয়ে আসুন।নড়িয়ায় নদী ভাঙনের ক্ষতি সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।ধনী গরীব নির্বিশেষে এসো সবাই,নড়িয়া বাসীর মুখে হাসি ফুটাই।মানবতা থেকেই নড়ীয়াবাসীর পাশে দাঁড়াই।নড়ীয়ায় বেড়িবাঁধ দ্রুত বাস্তবায়ন চাই।বাঁচতে চায় নড়িয়াবাসী,সবাই তাদের কল্যাণে এগিয়ে আসি।নদী ভাঙন এখন নদীর তীরে সীমাবদ্ধ থাকলেও এর ক্ষতি পরোক্ষভাবে সারাদেশের প্রতিটি মানুষের উপর বর্তায়।” উক্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় এসোমুখে হাসি ফুটাই এর সভাপতি সালমাসহ , হিমেল আহমেদ,আলহাজ আহমেদ,মিথিলা এবং মুন্না এর নেতৃত্বে ।এছাড়া উক্ত কর্মসূচিতে সংগঠনটির আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত ,এসো মুখে হাসি ফুটাই(একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন) ২০১৮ সালের পহেলা জানুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ ,পথ শিশুদের শিক্ষাদান,শীতবস্ত্র বিতরণ সহ নানাবিধ কার্য়ক্রমের মাধ্যমে মানুষের মন জয় করেছে।

মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস(ঢাবি প্রতিনিধি)