এনিয়ে সিরি ‘এ’তে টানা ষষ্ঠ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল জুভেন্টাস। শনিবার গত মৌসুমের রানার্সআপ নাপোলির মুখোমুখি হওয়ার আগে লিগে শতভাগ সাফল্য আত্মবিশ্বাসী করে তুলল ওল্ড লেডিদের।

রোনালদোর ছায়ায় ঢাকা পড়া দিবালা এদিন কপাল জোরে গোলখরা কাটান। উঁচু দিয়ে আসা বল তার পেছনে থাকা ব্লেইস মাতুইদি পায়ে পেয়ে লক্ষ্যে শট নেন। বোলোগনা গোলরক্ষক সেটা রুখে দিলেও ফিরতি শটে আর্জেন্টাইন তারকা চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন ১১ মিনিটে। ৫ মিনিট  পর মাতুইদি যোগ করেন দ্বিতীয় গোল। রোনালদো আড়াআড়ি শটে গোলমুখের খুব কাছে বল বানিয়ে দেন। তাতে ফরাসি মিডফিল্ডার ব্যবধান দ্বিগুণ করতে সফল হন।

জয় সুনিশ্চিত হলেও জুভেন্টাস গোলের জন্য খেলেছে। রোনালদো অল্পের জন্য গোল করতে ব্যর্থ হন। তার জোরালো শট রুখে দেন বোলোগনা গোলরক্ষক লুকাস স্করুপস্কি। দিনের আরেক ম্যাচে পার্মাকে ৩-০ গোলে হারিয়ে জুভেন্টাসের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে ধরে রেখেছে নাপোলি। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা।