টানা ২২ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানি শুরু হয়েছে।ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সেখানকার রাজনৈতিক নেতাদের বিরোধের কারণে এতদিন বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতে মাছ রফতানী করা সম্ভব হয়নি। শুক্রবার ভারত-বাংলাদেশের ব্যবসায়ী ও ভারতের রাজনৈতিক নেতাদের যৌথ বৈঠকে এ বিরোধ নিরসন হওয়ায় শনিবার সকাল থেকে বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি শুরু করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান,

শুক্রবার দুপুরে আগরতলায় ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। বৈঠকে উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে মাছ রফতানি কার্যক্রম শুরু হয়েছে।এর আগে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে বিজেপির কয়েকজন নেতা ৫ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের রফতানি করা মাছ আটকে দেন। ওইদিন রফতানি করা ১০ টনেরও বেশি মাছ সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে থাকায় পচে যায়। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন দুই দেশের ব্যবসায়ীরা।এরপর অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা।