রাজশাহী নগরী একটি পরিস্কার পরিচ্ছন্ন শিক্ষা নগরী। তিন -চার বছর আগেও এখানে একটি মাত্র দশ তলা ভবন ছিল।কিন্তু বর্তমানে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে,রিয়েল স্টেট কোম্পানি গুলো যেখানে সেখানে অপরিকল্পিত ভাবে বহুতল ভবন নির্মান করছে। বহুতল ভবনের সংখ্যা এখন অনেক। তারা রাস্তার উপরে,ফুটপাতের উপরে নির্মান সামগ্রী রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়া অল্প মজুরির অদক্ষ নির্মান শ্রমিক দিয়ে বহুতল ভবন নির্মান করা হচ্ছে। যার ফলে প্রায়ই ঘটছে নানা রকম দুর্ঘটনা। কখনও বাঁশের মাচা ও নির্মান সামগ্রী পড়ে পথচারী আথবা নির্মান শ্রমিক আহত হচ্ছে। আবার ত্রুটিপূর্ণ ক্রেন(মালা মাল উঠানোর যন্ত্র) ভেঙে তো কিছুদিন আগে এক জন শ্রমিক নিহত হয়েছে। এসব শ্রমিকের সুরক্ষা ব্যবস্থা না থাকার কারনে হতা হতের ঘটনা গুলো ঘটে। নির্মান শ্রমিকদের সুরক্ষা সচেতন করা হলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ(আর ডি এ)ও নগর কতৃপক্ষের উচিৎ দর্ঘটনা এড়ানোর জন্য ব্যবস্থা গ্রহন করা।

মোঃআব্দুল মতিন
আব্দুল মালেক টায়ার সেন্টার
কাদির গন্জ,রাজশাহী