বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের গোলাগুলিতে ৩(তিন) ডাকাত নিহত হয়েছে। রবিবার ভোর রাতেই (৩০ সেপ্টেম্বর) বাইশারীর ব্রিক ফিল্ড এলাকায় আবার তহলরত পুলিশের গোলাগুলিতে ডাকাত দলের অন্যতম সদস্য আনোয়ারা ওরফে আন্যাইয়া (৫৪) ও তারঁ ২(দুই) সহযোগী সহ ঘটনার স্থলে নিহত হয়।

বাইশারী এলাকায় রবিবার রাত ৩ টার দিকে এই ঘটনার ঘটে। অন্য দুই নিহত ডাকাত নিহতদের নাম ও ঠিকানার জানা যায়নি। নাইক্ষ্যংছড়ির থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন রবিবার রাতেই পুলিশের গোলাগুলিতে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়। তবে পুলিশের দাবি নিহতরা বাইশারীর এলাকায় বিভিন্ন সময় ডাকাত দলের সদস্য। পুলিশের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেন ২৭৬ নং তরগু মৌজার প্রধান হেডম্যান মংনু মারমা।ঘটনার স্থল থেকে দুইটি বন্দুক উদ্ধার করেন স্থানীয় পুলিশ। রবিবার সকালে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা প্রস্তুুতি চলছে।