“অন্ধকার জীবন”
আমি জন্মেছিলাম কোনো এক রৌদ্রজ্জ্বল দিনে
চোখ খুলে দেখেছিলাম কত জলমলে স্বপ্ন,
চোখে শুধু আমার উজ্জ্বলতা ছিল ।
তারপর হয়ত কোনোদিন রাত দেখিনি ।
কিংবা দেখে ভুল ভেঙ্গে ছিল,
অথবা আমি অন্ধ হয়ে গিয়েছিলাম
নতুবা আমার মৃত্যু হয়েছিল
তারপর আর আলো দেখিনি ।

চারদিকে অন্ধকারের হুংকার কিংবা হাওয়ায়
আলো আর জ্বলেনি ।
অন্ধকার কেবলি চারপাশের প্রদীপকে
নিভিয়ে দিতে চায় অন্ধ হয়ে ,

ওরা যে আমার মত রৌদ্রজ্জ্বল দিনে জন্মেনি,
কিংবা চোখ খোলার আগেই মৃত্যুবরণ করেছিল ,
কিংবা আত্মহত্যা করেছিল।

লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় .

আবাসিক শিক্ষার্থী ,স্যার এ.এফ.রহমান হল,ঢাবি.