গাজীপুরের পূবাইলে শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীগামী আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় অল্পের জন্য হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে ওই ট্রেনের যাত্রীরা। রেলওয়ের পূবাইল স্টেশন মাস্টার ওবায়দুর রহমান মৃধা জানান, আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেন শুক্রবার বিকেলে যাত্রী নিয়ে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির মাঝখানের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রেল লাইনে (ডাউন) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর ওই রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প উপায়ে পাশের অপর রেল লাইন (আপ) দিয়ে ট্রেন চলাচল করে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারের পর ওই লাইনে রাত সাড়ে ৮টার দিকে পুনঃরায় ট্রেন চলাচল শুরু করে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।