“বিশিষ্ট বাঙালী”

গাড়ি চাকায় কত প্রাণ নির্বিচারে প্রতিদিন হয় পিষ্ট
কত বাণী আসে তাদের থেকে যারা গন্যমান্য বিশিষ্ট |
অমুক তমুক করব আরো কত কি
দিনশেষে প্রমাণ আসে কর্মে সবই ফাটকি |
কর্মেতে নেই, কথায় বড় যারা বিশিষ্ট বাঙালী
শূন্যে ভরে আশার চোখ তাদের যারা কাঙালিনী-কাঙালী |

লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস

শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়

আবাসিক শিক্ষার্থী ,স্যার এ.এফ.রহমান হল,ঢাকা বিশ্ববিদ্যালয়

গ্রামঃমঠেরপাড়,থানাঃশরণখোলা,জেলাঃবাগেরহাট