“ নয়ন কাঁন্দে”

কেন কাঁদে নয়ন
বরষা আসে যখন
ভেবে ভেবে তখন?

কেন আসে স্বপন
আশাতে এমন
আগামী দিনগুলো গড়তে মনেরই মতন?

বরষা তবে তুমি আমার নয়ন হও
আমি তোমার মত ঝরতে চাই
আমি তোমার মত অপরের ব্যথায় কাঁদতে চাই
আমি আমার চোখের জল দিয়ে
হাজারও প্রাণীর পাশে দাঁড়াতে চাই।

তোমাকে আমি আমার বিশাল স্বপ্ন দিবো
আমার স্বপ্নগুলো দুজনে মিলে সাজাবো
যদি তুমি আমার নয়ন হও
যদি তুমি আমার সঙ্গী হও।

লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
সাংবাদিক , শিক্ষার্থী,ঢাকা বিশ্ববিদ্যালয়