জাতীয় ঐক্য ফ্রন্ট কোনো দলীয় ফ্রন্ট নয় উল্লেখ করে এতে যে কেউ যোগ দিতে পারেন বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন।এ ঐক্যফ্রন্টকে সরকার ভয় পাচ্ছে বলে এ নিয়ে নানা সমালোচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলে সরকার সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে বলেও সমালোচনা করেন মঈনুল হোসেন।আর গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন-ঐক্য ফ্রন্ট ক্ষমতায় এলে সরকারের ভয় পাওয়ার কিছু নেই।বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।জাতীয় প্রেসক্লাবে এক আয়োজনে যোগ দেন নবগঠিত জাতীয় ঐক্য ফ্রন্টের প্রায় সকল কার্যক্রমের সঙ্গে জড়িত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন এবং গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।ব্যরিস্টার মঈনুল হোসেন, সংসদ ভেঙে না দিয়ে সরকার যে নির্বাচনের কথা বলছে তার সমালোচনা করেন।তিনি বলেন, সবাইকে বোকা বানাতেই সরকার এ ষড়যন্ত্র করছে।জাতীয় ঐক্য ফ্রন্ট কোনো দলীয় ফ্রন্ট নয় দাবি করে এর কার্যক্রমে দেখে সরকার ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য ফ্রন্টকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান।ঐক্য ফ্রন্ট ক্ষমতায় আসলে সরকারের কোনো ভয় নেই বলেও আশ্বাস দেন তিনি।সরকারের নানা সমালোচনা করে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।