ভারতের ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার সন্ধ্যায় পশ্চিমের রাজ্য পঞ্জাবে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, দশেরা উপলক্ষে অমৃতসর শহরের চৌরা বাজারের জোড়াফাটকে চলছিল রাবণ দহন অনুষ্ঠান। সেখানে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। পাশেই রয়েছে রেললাইন। রাবণ দহনের ভিড় চলে এসেছিল রেল লাইন পর্যন্ত। ঠিক তখনই দুদিক থেকে চলে আসে দুটি ট্রেন। দুটি ট্রেনের মধ্যে আটকে পড়েন অনেক মানুষ।