‘ এরই নাম ভালোবাসা, এরই নাম বাঁধন ‘

শুনেছি বাঙালি হতে রক্ত রক্ত খেলা
দেখছি বাস্তবে রাজপথে রক্তের মেলা।

ইতিহাস ধরে এ জাতির রক্ত ঝরে
প্রতিদিন রাজপথে আর ঘরে ঘরে।

রক্ত ঝরা তো বেদনা ভরা করুন স্মৃতি
তবে এ রক্তের কি শুধু বেদনা দেবার নীতি?

ভাবিনা কখনো আমরা এমন-
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঁধন।

আমরা রক্ত ঝরিয়ে পাই আনন্দ
আমাদের রক্ত ঝরানো ইতিহাসের পাতায় নয়ত মন্দ।

আমাদের রক্ত ঝরানো বাঁচায় বহু মানুষের প্রাণ
খোদার নিয়ামতের যথাযথ ব্যবহার করে বাঁধন।

প্রয়োজনে দাঁড়াতে অসহায় ভাইবোনদের পাশে
রক্ত ঝরানো এ বাঁধন ছুটে চলে পুরো ক্যাম্পাসে।

ক্যাম্পাসের বাইরে-পুরোদেশে চলে কার্যক্রম
অর্থের বিনিময়ে এ কাজ বলে কেউ করনা যেন ভ্রম।

অর্থ দিয়ে হয়না কভু আত্মার বাঁধন
বাঁধন , রক্ত ঝরানো স্বেচ্ছাসেবী সংগঠন।

এ রক্ত ঝরানো বুঝেনা কোনো কালো ইতিহাস
এ রক্ত ঝরানো করেনা কারো কখনো সর্বনাশ।

এ রক্ত ঝরানো নতুন জীবনের স্বপ্ন দেখায়
নতুন করে পৃথিবীর বুকে বাঁচতে শেখায়।

একের রক্ত বাঁচায় অন্যের জীবন
এরই নাম ভালোবাসা এরই নাম বাঁধন।

আমাদের এ রক্ত ঝরানো ঘুচায় বহু ভাইবোনের যাতনা
বাঁধন হউক তবে প্রতিটি এলাকার মডেল -পানা।

(০৬-০২-২০১৭)
উৎসর্গঃ বাঁধনের প্রতি ,বাঁধনের জন্মদিনে | একটি ভালো লাগা এবং ভালোবাসার সংগঠন |

লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়

আবাসিক শিক্ষার্থী ,স্যার এ.এফ.রহমান হল,ঢাকা বিশ্ববিদ্যালয়