ট্রান্সফরমার বিস্ফোরণে ধানমন্ডিতে ছাত্র নিহত হওয়ার খবর প্রত্যাখান করেছে ডিপিডিসি। আজ শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যায় ধানমন্ডি, রোড নং-৫/এ নির্মাণাধীন ভবনের উপর থেকে একটি রড ডিপিডিসি’র ১১ কেভি লাইনের উপর পড়ে। এতে করে ৮টা ৩১ মিনিট থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কিন্তু ডিপিডিসির কোনো ট্রান্সফরমার বিস্ফোরণ হয় নাই এবং কোনো লাইনের তারও ছিঁড়ে নাই। পরে ঘটনাস্থলে সংবাদ নিয়ে জানা যায়, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে একটি রড পড়ে একজন ছাত্র নিহত হন। কিন্তু কতিপয় গণমাধ্যমে ‘ধানমন্ডিতে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ছাত্র নিহত’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। ডিপিডিসির উপ-মহাব্যবস্থাপক (পিআর) শামীমুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করা হয়।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান নিহত ছাত্রের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বৈদ্যুতিক ট্রান্সফরমার বা বিদ্যুৎলাইনের আশপাশে কাজ করার সময় আরো সাবধানতা অবলম্বনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।