জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুর স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান সোহাগের পরিবারের উপর হামলা চালিয়ছে প্রতিপক্ষ। হামলায় সাংবাদিক মেহেদীর মা’সহ আহত ৭ জন।শনিবার রাতে সদর উপজেলার মস্তফাপুরে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, মেহেদীর মা সেলিনা বেগম (৪৫),আজিজুল হাওলাদার(৪০),জামিলা বেগম (৩৫),হাবিব হাওলাদার (২৫), শাখাওয়াত (৪০),বাকিদের নাম পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী মকবুল হোসেন হাওলাদারের সাথে মাদারীপুর বাংলা টিভির ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জেরে মকবুল হাওলাদার ও তার ছেলের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতের আধারে আক্রমণ করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বাংলা টিভির সাংবাদিক মেহেদী হাসান সোহাগের মা সেলিনা বেগম,জমিলা বেগম ও মোতালব হাওলাদারের ছোটভাই আজিজুল হাওলাদার আহত হন।আহতদের চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে সন্ত্রাসীরা দ্বিতীয় দফা হাসপাতালের মদ্ধে হামলা চালিয়ে আজিজুল হাওলাদার কে আবার মারপিট করে মারাত্বক ভাবে আহত করে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরির্দষন করছে।এ ঘটনায় সাংবাদিক মেহেদী হাসান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

সাবরীন জেরীন,
মাদারীপুর প্রতিনিধি