পাবর্ত্য অঞ্চলে ভূমির মালিকানা পাহাড়িদের হাতেই থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,ব্রিটিশের আইনে নয় দেশীয় আইনেই হবে ভূমি বিরোধ নিষ্পত্তি। রোববার বিকালে রাজধানীর বেইলি রোডে প্রায় ২ একর জায়গায় নির্মিত শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা জানান, চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হলেও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মানুষের অগ্রাধিকার দেয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে বলা আছে। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। না হলে উন্নয়ন করা যায় না।পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে সমতলের মানুষের সাংস্কৃতিক আদান-প্রদান, সহযোগিতা আর সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, যেভাবে দেশজুড়ে উন্নয়নের কাজ চলছে আলাদাভাবে বিশেষ বরাদ্দ দিয়ে সে কাজ পার্বত্য অঞ্চলেও করা হচ্ছে।

পার্বত্য অঞ্চলের ভূমি বিরোধ নিষ্পত্তি হতে হবে দেশীয় আইনে এ কথা উল্লেখ করে তিনি আহ্বান জানান, ভূমি কমিশনকে সহযোগিতা করার।সরকারি চাকরিত কোটা পদ্ধতি বাতিল হলেও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মানুষের জন্য অগ্রাধিকার থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।সংঘাত নয়- শান্তি বজায় থাকুক পাহাড়ে-এমন প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তির পথ ধরেই আসবে সমৃদ্ধি।পার্বত্য শান্তি চুক্তির বেশিরভাগ ধারাই বাস্তবায়ন হয়েছে, জানিয়ে পাবর্ত্য অঞ্চলের উন্নয়নে আঞ্চলিক পরিষদকে প্রকল্প তৈরির তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।