পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টা কর্ম বিরতিতে বাস বন্ধ থাকায় ট্রেনে উপচে ভেিড়র কারনে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরার পথে পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন ড্যানিয়েল সরকার (২৭) নামের এক যুবক। রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পাবনার ঈশ্বরদী-খুলনা রেল রুটের চিত্রা এক্সপ্রেস পাকশী হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাতক্ষীরা জেলার তালা উপজেলার গোনালী ইউনিয়নের খোকন সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি ট্রেনিং শেষে বাড়ি ফিরছিলেন। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের পরিচয় জানার পর এই তথ্য নিশ্চিত করেছেন।

সহযাত্রী নিহত ড্যানিয়েল সরকারের চাচাতো ভাই সতীশ সরকার বলেন, আমরা সাধারণত বাসেই যাতায়াত করে থাকি। সড়কে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতির কারণে ঢাকা হতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে বাড়ি ফিরছিলাম। কিন্তু ট্রেনের প্রতিটি বগিতে তিল ধারণের জায়গা না থাকায় অনেকের মত আমরাও ছাদে উঠি। রাত সোয়া ৩টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা খেয়ে ড্যানিয়েল পড়ে যায়। সকালে পাশ্ববর্তী ষ্টেশন ভেড়ামারা নেমে পাকশী পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করেন। ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, কোন অভিযোগ না থাকায় নিহত যুবকের লাশ উদ্ধার করে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।