প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত করা মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে। দীপন হত্যার তিন বছর পর চার্জশিট দেওয়া হলো।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।অভিযুক্ত হলেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আব্দুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ। ঘটনার সঙ্গে আরও দু’জনের সম্পৃক্ততা থাকলেও তাদের নাম,পরিচয়,ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ওই দু’জনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।

অভিযুক্তদের মধ্যে ৬ জন গ্রেফতার আছে। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক আছে।এ মামলায় এখনও দুইজন পলাতক। তারা হলেন, সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন।২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় খুন হন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। ওইদিনই দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন।