বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। মঙ্গলবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে বার্নিকাট এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বিস্তারিত জানান।তিনি বলেন, সাক্ষাতকালে বাংলাদেশের উন্নয়নে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বার্নিকাট। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দুই পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের জনগণের উন্নয়ন করাই যে বর্তমান সরকারের মূল লক্ষ্য সে কথা বৈঠকে বলেন প্রধানমন্ত্রী। বার্নিকাট প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের যুব সমাজের প্রশংসা করে বলন, তারাই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।ড্যান মজিনা বিদায় নিলে তার উত্তরসূরি হিসেবে ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্ব নিয়েছিলেন বার্নিকাট। তার উত্তরসূরি হিসেবে আসছেন মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা আর্ল রবার্ট মিলার।প্রায় চার বছরের কাছাকাছি বাংলাদেশে দায়িত্ব পালন করা বার্নিকাটের প্রিয় ফল বাংলাদেশের আম আর লিচু। এটাও তিনি বিদায়ী সাক্ষাতে শেখ হাসিনাকে জানান।