মধ্য আমেরিকার হাজার হাজার অভিবাসী আসছেন যুক্তরাষ্ট্রের দিকে।এজন্য মেক্সিকো সীমান্তে পাঁচ হাজার ২০০ এর বেশি সেনা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জেনারেল টেরেন্স ও’সাউগনেসি বলেন, টেক্সাস, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায় অপারেশন ফেইথফুল প্যাট্রিয়ট’ ফোকাস করা হবে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা এ অভিযানে অভিবাসীদের শনাক্ত করবে।চলতি বছরের এপ্রিলের পর থেকে মার্কিন সীমান্তে ২,১০০ এর বেশি জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য অবস্থান করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বরা হচ্ছে, অভিবাসীরা মার্কিন সীমান্ত থেকে প্রায় ১,৬০০ কিলোমিটার দূরে রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য দেশটির মধ্যবর্তী নির্বাচনে অভিবাসী ইস্যুটি গুরুত্বপূর্ণ দাঁড়াবে।