নৈশভোজে অংশগ্রহণ করবে না বিএনপি, প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে জাতীয় ঐক্যফ্র্যন্টের এক নেতা জানান, খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট।এই সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করেছেন ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা। এ বিষয়টি ইতিমধ্যে গণভবনকে জানানো হয়েছে বলে ওই নেতা জানান।

বৃহস্পতিবার সংলাপে বিএনপির পক্ষ থেকে ৫ নেতা অংশ নেবেন। দলের দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়া কারাগারে এ অবস্থায় বিএনপি কোনো নৈশভোজে অংশ নেবে না। এই নিয়ে দলের মধ্যেও আলোচনা হয়েছে। ২০ দলীয় জোটের এক শীর্ষ নেতা জানান, বিএনপি নৈশভোজে অংশ নেবে না। এখন পর্যন্ত চূড়ান্ত। তবে তারা সংলাপে অংশ নেবে। এছাড়া ২০ দলের পক্ষ থেকে এই সংলাপে সমর্থন দেওয়া হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব বলেন, আমরা সংলাপের জন্য যাচ্ছি। খাওয়ার জন্য না। নৈশভোজ বুঝি না।
তবে এ বিষয়ে মন্তব্য করতে চাননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমি এখন একটা মিটিংয়ে আছি’ এ কথা বলে তিনি মোবাইল ফোন কেটে দেন।