বিশ্বের একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৬টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা সময় সুন্দরবনকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় যেতে হয়েছে। কিন্তু র‍্যাবের প্রচেষ্টায় সুন্দরবনের অনেক দস্যু আত্মসমর্পণ করেছে। তাই আজ আমরা এই বনকে দস্যুমুক্ত ঘোষণা করতে পারি। আমি এ মুহূর্তে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলাম। সুন্দরবনে শান্তি ফেরানোয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে এসময় ধন্যবাদ জানান তিনি।

এদিকে, স্বাভাবিক জীবনে ফিরতে আজ বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অস্ত্রসমর্পণ করবে একসময় সুন্দরবনে দাপিয়ে বেড়ানো সবশেষ ছয়টি দস্যুবাহিনী। এ পযন্ত সুন্দরবনের ৩২৮ জন দস্যু ৪৫০ টি অস্ত্র জমা দিয়েছে। গুলি জমা দিয়েছে ২০ হাজার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে র‌্যাবের সহায়তায় এই সমর্পন প্রক্রিয়া সম্পন্ন হয়।