গাজীপুরে ৩হাজার ৭’শ পিস ইয়াবাসহ উপজাতি দুই নারীকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এছাড়াও অপর পৃথক দু’টি অভিযানে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় আটককৃতদের কাছ থেকে নগদ টাকাসহ ইয়াবা টেবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের টেকনাফ থানার কাটাখালি এলাকার মংক্যাছিং চাকমা’র মেয়ে কাজল চাকমা (৩৫) ও একই এলাকার সৈকেমন চাকমা’র স্ত্রী নিসিনু চাকমা (৩২), গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন মধ্য খাইলকৈর (ভালকারটেক) এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া(৩৫), টঙ্গী থানাধীন এরশাদ নগর এলাকার মোতালেব হোসেনের ছেলে মোঃ সামছুল হক(১৯), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বহরা গ্রামের সাহেদ আলীর ছেলে পলাশ ওরফে চেম্বার(২৪), কুমিল্লা জেলার নবীনগর থানার বাঞ্চারামপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম(২৩)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ওসি শেখ শাহীনুর রহমান জানান, কক্সবাজার থেকে ইয়াবা’র একটি বড় চালান নিয়ে দুইজন উপজাতি মহিলা শনিবার বিকেলে বাসযোগে গাবতলি হয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে আসছে। এ গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশের একটি দল সদর থানাধীন টেকনগর পাড়া এলাকাস্থিত এবিসি চক্ষু হাসপাতালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। বাসটি সেখানে পৌছলে পুলিশ সদস্যরা বাসটির গতিরোধ করে। এসময় বাসটিতে তল্লাশি চালিয়ে ৩হাজার ৭’শ পিস ইয়াবা টেবলেটসহ উপজাতি দুই নারী কাজল চাকমা ও নিসিনু চাকমাকে আটক করে পুলিশ। উক্ত ইয়াবার চালান গাজীপুরের এক ব্যবসায়ীর জন্য টেকনাফ হতে নিয়ে আনা হয়েছিল বলে আটককৃতরা জানিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, কয়েক মাদক ব্যবসায়ী ইয়াবা টেবলেট ক্রয়-বিক্রয় করছে এমন গোপন পেয়ে র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা রবিবার ভোর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন মধ্য খাইলকৈর (ভালকারটেক) এলাকায় অভিযান চালায়। র‌্যাব সদস্যরা এসময় ৫০ পিস ইয়াবা টেবলেটসহ বাবুল মিয়াকে আটক করে। এর আগে একই রাতে অপর এক সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের ১নং ব্লকে সামছুল হকের বসত বাড়ীতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ইয়াবা ব্যবসায়ী সামছুল হক, পলাশ ও জহিরুল ইসলামকে ৩০ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৪৫০ টাকা এবং ২ টি মোবাইল ফোনসহ আটক করা হয়। ঘটনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাবু মিয়ার স্ত্রী সালমা হোসেন মন্টু(৩০) নামের অপর এক ব্যবসায়ী পালিয়ে যায়।

র‌্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে আটককৃতরা জানিয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।