নীলফামারীর ডিমলায় চারটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এমপি আফতাব উদ্দিন সরকার। এ সময় তিনি উপস্থিত জনসাধারনের নিকট তার নির্বাচনী এলাকা সহ সমগ্র দেশের উন্নয়নের স্বার্থে আবারো নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহবান জানান।

রোববার দিপব্যাপী উপজেলা সদরে অবস্থিত ডিমলা কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মহাশশ্মানে এলজিইডি’র অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে শবদাহ্ ঘরের ভিত্তি প্রস্তর, বালাপাড়া ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬৬ লাখ টাকা ব্যয়ে মাইজালীর ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, খগাখড়িবাড়ী ইউনিয়নে ১২ লাখ টাকা ব্যয়ে স্পেশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ১২ লাখ টাকা ব্যয়ে কামাড়ের ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপস্থিত সকলের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কার মনোনয়ন দেবেন তাকেই নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন। এবং আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীদের এক সাথে দলীয় স্বার্থে কাজ করতে আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা প্রকৌশলী আবু জাফর মোহম্মদ সালেহ্, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, খগাখড়ি বাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মহিত কুমার রায়, সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র রায়, ডিমলা কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মহাশশ্মান পীঠধাম কমিটির সভাপতি বাবু সুভাষ চন্দ সরকার, মহাশশ্মান পীঠধাম কমিটির অন্যতম সদস্য অমিয় কুমার ব্যানার্জী প্রমুখ।

মহিনুল ইসলাম সুজন,বিশেষ প্রতিনিধি॥