লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি এবার বাস্তবে রুপান্তর হচ্ছে। সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে সানিয়াজান নদীর উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।  রোববার বিকেলে এ কাজের শুভ উদ্বোধন করা হয়। সানিয়াজান নদীর উপরে সেতুটি এলাকার লোকজনের জন্য স্বপ্নের বাস্তবায়ন। সেতুটির কাজ সমাপ্ত হলে এলাকার লোকজনের সার্বিক উন্নয়ন ঘটবে। পাল্টে যাবে এলাকার দূশ্যপট।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, যগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমূখ।
এছাড়াও ঐদিন বিকালে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের- ‘‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’’ এবং গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ও তৃতীয় তলা ভবন নির্মানে শুভ উদ্বোধন করেন ঐ এমপি। পরে একই বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথিরুপে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন এমপি।