সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৬১ হাজার ৪০০ ইয়াবার একটি চালান জব্দ করেছে বিজিবি সদস্যরা।শনিবার রাতে জকিগঞ্জ সীমান্ত এলাকার মানিকপুর ইউনিয়নের সেনাপতির চক এলাকা থেকে ইয়াবার চালনটি আটক করা হয় বলে বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাঈদ হোসেন জানান। রোববার দুপুরে সিলেট বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বিজিবির একটি দল মানিকপুর সেনাপতির চক এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপন্থিতি টের পেয়ে ইয়াবা চোরাচালানে জড়িত ৫-৬ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বস্তায় মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি জানিয়ে লেফটেনেন্ট কর্নেল সাঈদ হোসেন বলেন, ইয়াবার ওই চালান জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আটক ইয়াবার বাজারমূল্য আনুমানিক এক কোটি ৮৪ লাখ টাকা ।তিনি বলেন, ওই চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা বলছে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা করা হবে।