বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের আন্দোলনে ছাত্ররা রাস্তায় নেমেছিল। তখন হেলমেট বাহিনীরা রাস্তার গাড়িতে হামলা করেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। আজকেও হেলমেট বাহিনীরা গাড়িতে হামলা করেছে, আগুন লাগিয়ে দিয়েছে। এই হেলমেটধারী কারা? এরাই হচ্ছে সরকারের এজেন্ট। নিজেরা গাড়িতে আগুন চালিয়ে বিএনপির উপর দোষ চাপায়। বুধবার বিকেলে রাজধানীর নয়াপ্টেনের দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রথমে এই হেলমেটধারীরা পুলিশের গাড়িতে আগুন জ্বালায়। তারপর গলিতে রাখা সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীদের গাড়িতে আগুন জ্বালাতে আসে। তখন বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, আজকের হামলা ওবায়দুল কাদেরদের ষড়যন্ত্র। আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন, এজন্য তারা এ হামলা করছে। এদিকে এই সংঘর্ষের ঘটনায় দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কার্যক্রম বন্ধ ছিল। সূত্রমতে, এখন পর্যন্ত ৫০ জনের অধিক বিএনপির নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।